Nationalnews.Video  

 

 
   

Facebook LikeBox  

   
Today170
Yesterday338
Total224488

Saturday, 28 March 2015 11:16

Who Is Online

Guests : 5 guests online Members : No members online
   
   

Login Form  

   

প্রচ্ছদ

বিদ্রোহ করলে শাস্তি যুক্ত হচ্ছে আনসারেও

Details

জাতীয় সংবাদ,ন্যাশনালনিউজ: বিদ্রোহের শাস্তি বিজিবির মতো ব্যাটালিয়ন আনসার বাহিনীর আইনেও যোগ করা হচ্ছে। ১৯৯৫ সালের ব্যাটালিয়ন আনসার আইন সংশোধনের খসড়া সোমবার মন্ত্রিসভায় উত্থাপন করা হলে বিদ্রোহের শাস্তির বিষয়টি এতে অন্তর্ভুক্ত করতে বলা হয়।

Risultati immagini per বিদ্রোহের শাস্তি আনসারেও

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার এই বৈঠকে মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, মন্ত্রিসভা দুটি অনুশাসন দিয়ে সংশোধিত আইনটি নীতিগত অনুমোদন দিয়েছে। একটি অনুশাসন হচ্ছে বিদ্রোহের জন্য শাস্তির বিধান যুক্ত করা, যা উত্থাপিত খসড়ায় ছিল না। মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিজিবি আইনে সংশিষ্ট ধারায় বিদ্রেোহের জন্য যে শাস্তির বিধান রয়েছে, তার সাথে সামঞ্জস্য রেখে এখানে যুক্ত করতে হবে, যাতে এ আইন অসম্পূর্ণতা না থাকে।

২০০৯ সালে পিলখানায় সীমান্ত রক্ষা বাহিনীর রক্তাক্ত বিদ্রোহের পর আইন সংশোধন করে এর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান যোগ করা হয়। আনসার বাহিনীতে ১৯৯৪ সালে একবার বিদ্রোহ হয়েছিল। সেনা সহায়তায় তখন ওই বিদ্রোহ দমন করা হয়, যাতে কয়েকজন হতাহত হয়ছিল। আনসার বাহিনীর সদস্য দুই ধরনের- ব্যাটালিয়ন আনসার ও অঙ্গীভূত আনসার। অঙ্গিভূত আনসার সদস্যরা ৯ বছর চাকরি করলে স্থায়ী হওয়ার একটি সুযোগ পান। ও্ই সময়সীমা ৬ বছর করার অনুশাসনও মন্ত্রিসভা দিয়েছে বলে মোশাররাফ হোসাইন জানান।

প্রস্তাবিত আইনে ব্যাটালিয়ন আনসারদের শৃঙ্খলাভঙ্গে বাধ্যতামূলক অবসরসহ আরও কয়েকটি শাস্তির বিধান যুক্ত করা হয়েছে। ব্যাটালিয়ন আনসারের কোনো সদস্য অপরাধ করলে কী কী শাস্তি দেওয়া যাবে, সেগুলোর ক্ষেত্রে কিছু তালিকা ছিল। সংশোধিত আইনে শাস্তি সুনির্দিষ্ট করার পাশাপাশি নতুন কিছু যোগ করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, এখানে সর্বোচ্চ শাস্তি বরখাস্ত করা এবং দ্বিতীয়টা হল অপসারণ। বাধ্যতামূলক অবসরের বিধানে ছিল না এবং আরও কয়েকটি মধ্যম ধরনের শাস্তি ছিল না, যা এই সংশোধিত আইনে অন্তর্ভুক্ত করা হয়েছ।

সংশোধিত আইনে বাধ্যতামূলক অবসর, পদাবনতি, পদোন্নতি স্থগিত, বেতন বৃদ্ধি স্থগিত, অবহেলার কারণে আর্থিক ক্ষতি হলে আনুতোষিক থেকে কেটে নেওয়ার বিধান যুক্ত হচ্ছে। সরকারি চাকরিতে শৃঙ্খলাভঙ্গে যে যে শাস্তি দেওয়া যায়, তার সব কিছু এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিনা খরচে কাতার যাবে লক্ষাধিক শ্রমিক

Details

জাতীয় সংবাদ,ন্যাশনালনিউজ: আগামী ২০২২ সালে মুসলিম দেশ কাতারে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফুটবলের ২২তম আসর। আরসেই বিশ্বকাপে কাতারকে ঢেলে সাজাতে বাংলাদেশ থেকে বেসরকারিভাবে লক্ষাধিক শ্রমিক নেবে কাতার সরকার। 

Risultati immagini per বিনা খরচে লক্ষাধিক শ্রমিক নেবে কাতার

সোমবার দুপুরে রাজধানীর ইস্কাটনে প্রবাসীকল্যাণ ভবনে এমন কথাই জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। মন্ত্রী জানান, এরই মধ্যে কাতার সরকার ৫০ হাজার শ্রমিকের চাহিদাপত্র ও ভিসার অনুমোদন দিয়েছে। ৫০ হাজার ছাড়াও কাতার সরকার আরও শ্রমিক নেবে।

মন্ত্রী আরো জানান, এ সব শ্রমিকের কাতার যেতে কোনো খরচ লাগবে না। তাদের সব খরচ সংশ্লিষ্ট নিয়োগদাতা প্রতিষ্ঠান বহন করবে। বিনা খরচে বাংলাদেশ থেকে বেসরকারিভাবে লক্ষাধিক শ্রমিক নেবে কাতার সরকার।২০২২ সালে কাতারে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবলের প্রস্তুতির জন্য তাদের এ সব শ্রমিক প্রয়োজন। ফেব্রুয়ারির ২৩ থেকে ২৬ তারিখ পর্যন্ত প্রবাসীকল্যাণ মন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের টিম কাতার সফর করেন।

মন্ত্রী জানান, চলতি বছরের প্রথম দুই মাসে কাতার সরকার ৫০ হাজার শ্রমিকের চাহিদাপত্র ও ভিসার অনুমোদন দিয়েছে। বাকি ১০ মাসে কমপক্ষে আরও দেড়লাখ ভিসা আসবে। দেশটিতে বছরে দুইলাখ কর্মী যেতে পারবেন। মন্ত্রী বলেন জানান, এ সব শ্রমিকের কাতার যেতে কোনো খরচ লাগবে না। কর্মীদের কাতার যাওয়া, ভিসা ও অন্যান্য খরচ বহন করবে দেশটির জনশক্তি আমদানিকারকরা। তবে পাসপোর্ট ও অন্যান্য বাবদ ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ হবে বাংলাদেশি কর্মীদের।

যুব সংগঠন নিবন্ধন বিল সংসদে উত্থাপিত

Details

(সংসদ রিপোর্টার)-ন্যাশনালনিউজ: নিবন্ধন সনদ ছাড়া যুব সংগঠন পরিচালনার অপরাধে ৬ মাসের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানার বিধান করে সংসদে যুব সংগঠন (নিবন্ধন এবং পরিচালনা) বিল ২০১৫ উত্থাপন করা হয়েছে। 

Risultati immagini per জাতীয় সংসদে যুব সংগঠন বিল উত্থাপন

 মার্চ মঙ্গলবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বিলটি উত্থাপন করেন। বিলে উল্লেখিত বিধান কার্যকর হবার পর অন্য কোনো আইনে যুব সংগঠন নিবন্ধন করা যাবে না বলে বিধানের প্রস্তাব করা হয়েছে। বিলের বিধান কার্যকর হবার পর পরবর্তী ৬ মাসের মধ্যে নির্ধারিত ফরমে নিবন্ধন কর্তৃপক্ষের নিকট হতে স্বীকৃতি পত্র নিতে হবে।

বিলে যুবসংগঠনের নিবন্ধন এর প্রক্রিয়া, যুব সংগঠনের নিবন্ধনের শর্তাবলী, নিবন্ধন বাতিল, সংগঠনের বিলুপ্তি, কার্যক্রম পরিচালনা, গঠনতন্ত্র ও এর সংশোধন, নির্বাহী পরিষদ বাতিল, স্বেচ্ছা অবসায়ন, জাতীয় যুব কাউন্সিল গঠন, অপরাধ ও দন্ডসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়েছে। বিলে জাতীয় পর্যায়ে যুব সংগঠনসমূহের উন্নয়নে পৃষ্ঠপোষকতা দান এবং কার্যক্রম সমন্বয় করার জন্য জাতীয় যুব কাউন্সিল গঠন করার বিধানের প্রস্তাব করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করে ৭ দিনের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য বিলটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়েছে।

সংসদে প্রশ্নোত্তরে আশরাফ দিনাজপুর ও ময়মনসিংহকে সিটি করপোরেশন

Details

(সংসদ রিপোর্টার)-ন্যাশনালনিউজ: স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানিয়েছেন, শর্তপূরণ সাপেক্ষে দিনাজপুর ও ময়মনসিংহকে সিটি করপোরেশনে উন্নীত করার বিষয়টি সরকার বিবেচনা করছে।

Risultati immagini per সংসদ

সিটি করপোরেশন গঠনের শর্ত অনুযায়ী পৌর এলাকার জনসংখ্যা নূ্যনতম চার লাখ হতে হবে, প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব হবে তিন হাজার, বছরে স্থানীয় আয়ের উৎস ৫ কোটি টাকা এবং আয়তন ন্যূনতম ২৫ বর্গকিলোমিটার হতে হবে। গতকাল সোমবার বিকেল সাড়ে চারটায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। পিনু খানের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী এসব কথা বলেন। এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঢাকা দক্ষিণ সিটির ১৩টি সরকারি ও ১৫টি বেসরকারি কাঁচাবাজারকে ফরমালিন ও ভেজালমুক্ত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। তিন মাসের মধ্যে বাকি বাজারগুলোতে এই নির্দেশনা দেওয়া হবে।

এ ছাড়া তিন মাসের মধ্যে প্রথম ধাপে ঢাকা উত্তর সিটির ১৫টি কাঁচাবাজারকে ফরমালিনমুক্ত ঘোষণা করা হবে এবং ফরমালিন শনাক্ত করার বুথ স্থাপন করা হবে। পৌরসভাগুলোর হাট-বাজারকে ফরমালিনমুক্ত করতে প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। ছানোয়ার হোসেনের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, রাজধানীর পথচারীদের চলাচলের জন্য ফুটপাত ও ফুট ওভারব্রিজ উন্মুক্ত থাকে। মাঝেমধ্যে কিছু হকার বেআইনিভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করেন। সিটি করপোরেশন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের উচ্ছেদ করে।

নজরুল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের অর্থায়নে ঢাকা ওয়াটার অ্যান্ড স্যানিটেশন প্রজেক্টের আওতায় ঢাকা মহানগরের জলাবদ্ধতা দূর করতে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর আওতায় কল্যাণপুর খাল, দ্বিগুণ খাল, আবদুল্লাহপুর খাল, বাউনিয়া খাল, মহাখালী খাল, শাহজাদপুর খাল, সুতিভোলা খাল, জিরানি খাল, খিলগাঁও খাল, বাসাবো খাল ও শাহজাহানপুর খালের খননকাজ বাস্তবায়ন করা হচ্ছে। এ ছাড়া বেগুনবাড়ী খাল, বাইশটেকি খাল, কুর্মিটোলা খাল ও মান্ডা খাল খননের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।

রোববার থেকে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করছে সৌদি আরব

Details

প্রবাস ডেস্ক,ন্যাশনালনিউজ:  অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে নতুন করে অভিযান শুরু করছে সৌদি আরব। যেসব শ্রমিক ও বসবাসকারী সেখানে আইন লঙ্ঘন করে অবস্থান করছেন তাদের বিরুদ্ধে এ অভিযান শুরু হচ্ছে রোববার থেকে।

এর আগে খবর প্রকাশিত হয়েছিল যে, অবৈধ অভিবাসীদের বৈধতা অর্জনের জন্য এক মাসের সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে। কিন্তু সেই খবর যথার্থ নয়। সরকার এ সিদ্ধান্ত নেয় নি। এ কথা জানিয়ে দিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ। সৌদি গেজেট এ খবর দিয়েছে। পাসপোর্টবিষয়ক মহাপরিচালক মেজর জেনারেল সুলাইমান বিন আবদুল আজিজ আল ইয়াহিয়া এক সাক্ষাৎকারে এ তথ্য দিয়েছেন সৌদি গেজেটকে।

তিনি বলেছেন, অভিবাসন ও শ্রম নিয়মনীতি বাস্তবায়নের জন্য প্রশাসনিক কমিটি গঠনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। অভিযানে যাদেরকে নিয়ম লঙ্ঘন করে সৌদি আরবে অবস্থান করার প্রমাণ পাওয়া যাবে তাদেরকে আটক করে স্ব স্ব দেশে ফেরত পাঠানো হবে। তাই তার দেশের কোন নাগরিক যেন অবৈধ অভিবাসীদের যেন আশ্রয় না দেন এবং তাদের পক্ষ অবলম্বন না করেন- এব্যাপারে সতর্ক করেছেন তিনি। কাউকে আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্ত পাওয়া গেলে তার শাস্তি লাঘব হবে না।

Read more: রোববার থেকে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করছে সৌদি আরব

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতা ও খালেদা জিয়ার অভিনন্দন

Details

স্পোর্টস ডেস্ক,ন্যাশনালনিউজবিশ্বকাপ ক্রিকেটের গ্রুপ পর্বের খেলায় স্কটল্যান্ডের বিপক্ষে জয়ী হওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশের ক্রিকেটাররা বিশ্বকাপে বিজয়ের ধারা অব্যাহত রাখবে বলেও আশা প্রকাশ করেছেন তারা। বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে বৃহস্পতিবার স্কটল্যান্ডের দেওয়া ৩১৯ রানের লক্ষ্য তাড়া করে ছয় উইকেটের জয় পায় বাংলাদেশ। ওয়ানডেতে সর্বোচ্চ রান তাড়া করে বাংলাদেশের জয়ের রেকর্ডও এটা।

বাংলাদেশ ক্রিকেট দলের এই জয়ে বার্তা পাঠিয়ে ক্রিকেটারদের অভিনন্দন জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বার্তায় বাংলাদেশ দলের খেলোয়াড়দের পাশাপাশি ম্যানেজার, কোচ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদেরও অভিনন্দন জানানো হয়েছে। বিজয়ের ধারা অব্যাহত রেখে ক্রিকেটাররা 'সব বাধা অতিক্রম করে' বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের লাল-সবুজের পতাকা সমুন্নত রাখবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ ক্রিকেটের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন তিনি। পৃথক এক বার্তায় জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন। এ ছাড়া বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশের ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।

বাস্তব রূপ পেল ২৫০ শয্যার ফেনী সদর হাসপাতালটি

Details
স্বাস্থ্য ডেস্ক,ন্যাশনালনিউজ: দীর্ঘ প্রতিক্ষার পর ২৫০ শয্যার ফেনী সদর হাসপাতালটি বাস্তবে রূপ পেল। হাসপাতাল উদ্বোধনের পর থেকে ১০০ শয্যায় কার্যক্রম চলছিল। সর্বশেষ সোমবার ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর ১৫০ শয্যা বিশিষ্ট নব নির্মিত ভবনের উদ্বোধনের মধ্য দিয়ে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পরিণত হলো ফেনী সদর হাসপাতাল।
২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর উক্ত ভবনের কাজ শুরু হয় বলে জেলা গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে। দীর্ঘ ৭ বছর ধরে নির্মাণ কাজ শেষে অত্যাধুনিক এ ভবনের কার্যক্রম শুরু হয়। এ উপলক্ষে আয়োজীত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী বলেন, ২৫০ শয্যার হাসপাতাল উদ্বোধনের পর মেডিকেল কলেজ হতে আর কোন বাধা নেই। শুধু মাত্র হাসপাতালটিকে ২৫০ শয্যায় পরিণত করার জন্য এতদিন প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি জোরালো ভাবে উপস্থাপন করা হয়নি। তিনি অতিদ্রুত ফেনী সদর হাসপাতালকে মেডিকেল কলেজে পরিণত করার জন্য বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করবেন বলে জানান। 

এমপি বলেন,অতীতে অপরাজনীতির কারণে ফেনীর উন্নয়ন হয়নি। খালেদা জিয়া বার বারের নির্বাচিত প্রধানমন্ত্রী হয়েও নিজ এলাকা ফেনীর কোন উন্নয়ন করেননি। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ফেনীর সর্বত্র উন্নয়নের জোয়ার বইছে। তিনি বলেন, ফেনী শহরের মহিপালে ইতোমধ্যে ২৩০ কোটি টাকা ব্যায়ে ফ্লাইওভার নির্মাণ অনুমোদন হয়েছে। রেল গেইট এলাকায় সদর হাসপাতালে যাতায়াতে সুবিধার জন্য যানজট এড়াতে ওভারপাস নির্মাণ অনুমোদন হয়েছে।

Read more: বাস্তব রূপ পেল ২৫০ শয্যার ফেনী সদর হাসপাতালটি

বিদেশী উদ্যোক্তাদের বিনিয়োগের আকর্ষণীয় স্থান বাংলাদেশ

Details

বাণিজ্য ডেস্ক,ন্যাশনালনিউজ: বর্তমান সরকারের বিনিয়োগবান্ধব নীতির ফলে বাংলাদেশ ইতিমধ্যে খ্যাতনামা বিদেশী উদ্যোক্তাদের জন্য বিনিয়োগের আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

তিনি বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বর্তমানে বাংলাদেশ বিনিয়োগের পছন্দের তালিকায় দ্বিতীয় স্থানে ওঠে এসেছে। ২০১৪ সালে বাংলাদেশে ১.৬ বিলিয়ন ডলার সরাসরি বিদেশী বিনিয়োগ এসেছে। এ ধারা অব্যাহত থাকলে ২০১৫ সালে ২ বিলিয়ন ডলার বিদেশী বিনিয়োগ আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। গতকাল শিল্পমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগকারীদের দ্রুত সেবা প্রদানের লক্ষ্যে বিনিয়োগ বোর্ডের চালুকৃত ‘অন লাইন ভিসা ইস্যু, ওয়ার্ক পারমিট প্রদান এবং শাখা-লিয়াঁজো অফিস স্থাপন’ শীর্ষক সেবার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে বিনিয়োগ বোর্ড এ অনুষ্ঠান আয়োজন করে।

বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান ড. এসএ সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বোর্ডের নির্বাহী সদস্য নাভাস চন্দ্র মণ্ডল। এতে অনলাইন সেবার বিভিন্ন দিক তুলে ধরেন উপ-পরিচালক মো. আরিফুল হক। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত মি. জোহান ফ্রাইজেল, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কো-অপারেশনের (আইএফসি) বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার মি. কাইল এফ. কেলহোফার, নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান মাতলুব আহমাদ বক্তব্য রাখেন।

Read more: বিদেশী উদ্যোক্তাদের বিনিয়োগের আকর্ষণীয় স্থান বাংলাদেশ

চোরাবালি’র পর ‘আইসক্রিম’

Details

বিনোদন ডেস্ক,ন্যাশনালনিউজ: জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী নির্মাতা রেদওয়ান রনি নিয়ে আসছেন তার নতুন ছায়াছবি ‘আইসক্রিম’।

Risultati immagini per চোরাবালি’র পর ‘আইসক্রিম’

ছবিতে দেখা যাবে একঝাঁক নতুন মুখ। এর আগে নানা অভিনেতা-অভিনেত্রীকে নিয়ে গুঞ্জন শোনা গেলেও রনি ভরসা রাখছেন শেষ পর্যন্ত নতুনদের উপরেই। তিনি বলেন, ‘চোরাবালি’ ছবিটি ছিল তারকায় ভরপুর। এবার একদম নতুনদের নিয়ে নতুন করে দেখাতে চাই। ‘আইসক্রিম’ ছবিতে অভিনয় করছেন তিন নবাগত তুশি, রাজ ও উদয়। এ তিন প্রসঙ্গে রনি বলেন, ওদের তিনজনই এর আগে কোথাও অভিনয় করেননি। তিন মাস ধরে আমরা ওদের গ্রুমিং করাচ্ছি। তিনজনই দারুণ সম্ভাবনাময়। ইন্ডাস্ট্রির তুরুপের তাস হয়ে ওঠার ক্ষমতা আছে ওদের।

পরিচালক জানিয়েছেন, ৫ই মার্চ শুটিংয়ে প্রবালদ্বীপ সেন্টমার্টিন যাচ্ছে ‘আইসক্রিম’-এর পুরো দল। সেখানে টানা পাঁচ দিন চলবে ছবির শুটিং। এ সময়ের তরুণদের রোমান্টিক ঘরানার গল্প নিয়ে তৈরি হচ্ছে ছবিটি। পিং-পং এন্টারটেনমেন্ট প্রযোজিত এই ছবির শুটিং শেষ হওয়ার কথা এপ্রিলের মাঝামাঝি। ছবির প্রযোজক শুক্লা বণিক বলেন, ছবির গল্প শুনে আবেগে আমার চোখ ভিজে গেছে। আশা করছি দর্শক অসাধারণ উপভোগ্য একটি ছবি উপহার পাবেন। ‘আইসক্রিম’-এর সব খবরা খবর প্রতিনিয়ত পাওয়া যাবে www.popcornlive.tvএ।

উল্লেখ্য, ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত রেদওয়ান রনির ‘চোরাবালি’ সেরা অভিনেত্রী, সেরা খল অভিনেতা, সেরা সংলাপসহ মোট ৫টি বিভাগে জাতীয় পুরস্কার লাভ করে।

   

ফটো গ্যালারি

10922554_10206323706558413_5759357035097473384_n
10959633_710789042369161_1791996800550130683_n
academics-icon2
   

Chairman: Dr.Farid Uddin Founder Editor: Main Uddin Bhuyan,House#403,(3rd Floor),Road 29,New DOHS, Mohakhali, Dhaka, Executive Editor: Engineer sm Ibrahim sumon 01672553366,01842553366, Email:nationalnewsbangladesh@gmail.com

   
© ALLROUNDER